সাতক্ষীরায় মুজিব বর্ষ ও বইমেলা উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে দিপালোক একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা
নিজস্ব প্রতিবেদক :
মুজিববর্ষ ও বইমেলা উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে,আজ রবিবার সন্ধ্যা ৬.৩০ জেলা প্রশাসকের আয়োজনে ও দীপালোক একাডেমির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বদরুজ্জামান, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, দিপালোক একাডেমির পরিচালক বরুণ ব্যানার্জি, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পি পি এডভোকেট তাসকিন আহম্মেদ সোহাগ, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মশফিকুর রহমান মিল্টন প্রমুখ,
এ সময় দীপালোক একাডেমির পক্ষ থেকে সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ,গান ও কবিতা আবৃত্তি করেন,
সংগীতে ছিলেন– তমা,তনুশা,জ্যোতি,প্রিয়,রিপন,তাহমীদ,শুভ,শুবেন্দু,তানিয়া,বসুদেব,লক্ষ্মী,রাখি,লোনা,খোকন।
আবৃত্তে ছিলেন– জারা,সুদীপা,পৃথা,আনিসা,সূর্য,প্রিয়,তাহমীদ,মাহি,ঈশি।
নৃত্য ছিলেন– মন্দিরা,বৃষ্টি,মিষ্টি,নেহা,পায়েল,সুদীপা,মৃত্তিকা,মিথিলা,পিউ,স্বপ্নীল।
এছাড়া নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে দিপালোক একাডেমির এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হয়।
দৈনিক সাতক্ষীরা/এসকে.এফ