মারা গেলেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি
আন্তর্জাতিক ডেস্ক :
তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি মারা গেছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বুধবার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। আর তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
সামিয়া সুলুহু হাসান জানান, হৃদরোগের সমস্যাজনিত কারণে মাগুফুলিকে গত ৬ মার্চ জাকায়া কিকওয়েট কার্ডিয়াক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল এবং পরের দিন সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু এক সপ্তাহ পর তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মজেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি কার্ডিয়াক ইনস্টিটিউটের ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন।
ম্যাগুফুলির দাফনের ব্যবস্থা চলছে এবং ১৪ দিনের শোক এবং পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি থেকে তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলিকে জনসমক্ষে দেখা যাচ্ছিল না। ধারণা করা হয়েছিল তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাপারটি অস্বীকার করেন এবং সোমবার ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু তানজানিয়ানদের কোনো গুজবে কান না দেয়ার আহবান জানিয়েছেন।
তার মৃত্যুতে রাষ্ট্রীয় টেলিভিশনগুলো শোক ও ধর্মীয় গান প্রচার করছে।
সূত্রঃ রয়টার্স