বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি :
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন সম্মেলন মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতির পিতার ১০১তম জন্মবার্ষিকীর কেক কাটেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও
৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সম. শহিদুল ইসলাম। পরে
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন- আদর্শের উপর তাৎপর্য তুলে
ধরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য একটি অভিন্ন নাম। তিনি চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন এবং চির স্মরনীয় হয়ে থাকবেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার এই জন্ম দিনে আমরা
সকলেই এই প্রতিজ্ঞাবদ্ধ হই, তাঁর আদর্শে নিজেদেরকে গড়ে তুলব। তা হলে দেশ
হবে উন্নত, গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনাব বাংলা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর
রহমান মুকুৃল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, সহকারী প্রধান শিক্ষক শঙ্কর কুমার দাশ, ইংরেজী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সিনহা খাতুন, ফারহানা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মহসিন উদ্দিন।