মিয়ানমার থেকে পুলিশসহ চার শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে ভারতে
আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত পুলিশসহ দেশটির চার শতাধিক নাগরিক আশ্রয় নিয়েছে প্রতিবেশী ভারতে। ফেব্রুয়ারির শেষ দিকে এসব মানুষ ভারতে প্রবেশ করেছে বলে জানিয়েছেন ভারতীয় এক পুলিশ কর্মকর্তা। সংবাদ সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সংবাদ সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়ার গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পর থেকে প্রতিবেশী ভারতে পালিয়ে যাওয়ার এ ধারা শুরু হয়। পালিয়ে আসা পুলিশ সদস্যরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের গুলি করতে জান্তা নির্দেশ দেয়ার পর তারা সেটি পালন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, এ কারণে নির্যাতনের শিকার হতে পারেন আশঙ্কায় তারা পালিয়েছেন।
জানা গেছে, পালিয়ে আশ্রয় নেয়াদের মধ্যে পুলিশ ছাড়া অনেক জেলেও রয়েছেন। তারা ভারতের মিজোরাম রাজ্যে গিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মিজোরামের এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, গত শুক্রবারও ১১৬ পুলিশ মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। পুলিশ সদস্যরা তাদের পোশাক খুলে পলিথিনে ভরে সাদা পোশাকে সীমান্ত দিয়ে ভারতে আসেন।
এভাবে মিয়ানমার থেকে পালিয়ে যাতে ভারতে আর কেউ প্রবেশ করতে না পারে, এ জন্য পার্বত্য ওই রাজ্যে টহল বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।