বেনাপোলে সিমান্তে ৪ পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক
আঃজলিল,যশোরঃ
ভারতে পাচার সময় বেনাপোল সীমান্ত থেকে ৪ পিস স্বর্ণের বার (০.৪৩৪ কেজি ) ও একটি মোটর সাইকেল সহ আব্দুল জলিল নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রোববার (১৪ মার্চ) বিকালে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের এবি ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়।আটক জলিল বেনাপোল ছোট আঁচড়া গ্রামের মৃত মহারম আলীর ছেলে।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্নের একটি চালান সহ এক যুবক মোটরসাইকেল যোগে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামে যাচ্ছে। এমন খবরে বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন মোটরসাইকেল আরোহি জলিলকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করলে কোমরে বাধা অবস্থায় ৪ পিস স্বর্নের বার পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ন চোরাচালান আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং উদ্ধারকৃত স্বর্নের সিজার মূল্য ৩০ লাখ টাকা বলে জানান তিনি।
Please follow and like us: