শ্যামনগরের গাবুরার চাঁদনীমুখা ৫৬ তম ঐতিহাসিক ওয়াজ মাহফিল বাতিল
এস এম সাহেব আলীঃ
দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব সোহরাব আলীর প্রতিষ্ঠাত শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা ঐতিহাসিক আব্দুল মান্নান ইসালে সওয়াবের ৫৬ তম ওয়াজ মাহফিল বাতিল করেছে।ওয়াজ মাহফিল আইনশৃঙ্খলার আরো অবনতি ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে সার্বিক নিরপত্তার বিষয় বিবেচনা করে তা বাতিল করেন।
আগামী ১৫, ১৬ ও ১৭ মার্চ চাঁদনীমুখা মাদ্রাসা মাঠে তিন দিনের ওই ওয়াজ মাহফিলের আয়োজন করেছিলো।যেখানে ১৫ মার্চ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো, এস, এম জগলুল হায়দার মাননীয় সংসদ সদস্য (সাতক্ষীরা-৪) এবং বিশেষ অতিথি হিসেবে আতাউল হক (দোলন) চেয়ারম্যান- উপজেলা পরিষদ শ্যামনগর, ওয়াজ মাহফিল বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।
অনুমতি বাতিলের বিষয়টি নিশ্চিত করে,গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম বলেন, পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে- ওয়াজ মাহফিলে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ, তাই অনুমতি বাতিল করা হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তীতে অনুমতি দিলে এই ওয়াজ মাহফিল করা সম্ভব হবে বলে জানান (ইনশাআল্লাহ)। এ অবস্থায় চাঁদনিমুখা ওয়াজ মাহফিল নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে ১৫ মার্চ থেকে ২৭ মার্চ শনিবার পর্যন্ত ওয়াজ মাহফিল সহ সকল ধরনের অনুষ্ঠান অব্যাহিত থাকবে।