শ্যামনগরে ৫ থেকে ১০ বছরের শিশুদের আয়োজনে নামযজ্ঞ অনুষ্ঠান
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরে এই সর্ব প্রথম মধ্য পোড়াকাটলায় অষ্টম প্রহর ব্যাপী মহা নাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যা সম্পূর্ণ সনাতনী জাগারণের এক অনন্য দৃষ্টান্ত । মধ্য পোড়াকাটলায় সকল সনাতনী পরিবারের ৫ থেকে ১০ বছরের নিষ্পাপ সনাতনী শিশুরা তাদের নিজেদের প্রচেষ্টায় ও পরিবেশনায় অষ্টম প্রহর ব্যাপী এই নাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন করেন।
তারা নিজেরাই ছয়টি দলে বিভক্ত হয়ে মহা নাম সংকীর্তন করেন । নিষ্পাপ এই শিশুরা নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের মা ঠাকুরমা দের কাপড় দিয়ে প্যান্ডেল তৈরি করে এবং কুঞ্জ বাসর বানিয়ে এই মহা নাম যজ্ঞের আয়োজন করেন ।
নিজেদের খাবার খাওয়ার টাকায় তাদের এই মহৎ উদ্যোগকে সকলে সাধুবাদ জানান । ছোট্ট শিশুদের আয়োজিত মহা নাম যজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শতশত ভক্তের সমাগম ঘটে । অবশেষে তাদের পাশে এসে দাঁড়ায় তাদের পিতা মাতা ও এলাকার সকল সনাতনী পরিবার এবং আগত ভক্তদের জন্য আনন্দ বাজারের ব্যাবস্থা করেন।সেখানে শতশত ভক্ত প্রসাদ গ্রহণ করেন ।
মাত্র ৫ শত টাকার পুজিতে যজ্ঞ অনুষ্ঠানটি এক মহা ক্ষেত্রে পরিনত হয় । আগত ভক্তরা শিশুদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের পাশে থেকে প্রতিবছর এই মহা নাম যজ্ঞ যাতে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে সকল সনাতনীদের নিকট আহবান জানান । আগত ভক্তরা শিশুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।
অনুপ সরদারের সভাপতিত্বে দীপ ঘরামী উদ্যোগে পাপন মন্ডল , প্রসেনজীৎ মন্ডল, জয় সরদার, তরুণ সরদার, প্রতীক সরদার, সুদ্বীপ ঘরামী, উৎসব মন্ডল, সাথী মন্ডল, তমালীকা সরদার, সম্পা মন্ডল, কাকলী মন্ডল, নিপা মন্ডল, জয়শ্রী ঘরামী , তৃপ্তি বিশ্বাস, সূর্য কান্ত মন্ডল,মোহনা মন্ডল, মৃত্তিকা মন্ডল, জয়দেব বিশ্বাস, সবুজ মন্ডল , অপূর্ব বিশ্বাস, অনুপ সরদার, কিরণ মন্ডল, তপু সরদার, কালীদাশ মন্ডল, নয়ন মন্ডল এর সমন্বয়ে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।