আশাশুনিতে আইডিওএফএফ এর দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়, ২য় সংশোধনী) এর আওতায় আইডিওএফএফ এর প্রথম ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দু’দিনের এ প্রশিক্ষণ বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার সকালে প্রশিক্ষণ শুরু হয়। ১৮ জন মৎস্য চাষীর অংশ গ্রহনে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে কার্প মিশ্র চাষ, পাঙ্গাস কার্প মিশ্র চাষ ও পাবদা গুলসা টেংরা মিশ্র চাষ বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্বরে চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
Please follow and like us: