বেনাপোলে দুদক কর্মকর্তার শিক্ষা সামগ্রী বিতরণ
আঃজলিল,বেনাপোল:
যশোরের বেনাপোলের শার্শায় দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কর্মকর্তা উপপরিচালক মো: নাজমুচ্ছায়াদাত দুদক প্রদত্ত্ব স্কুল শিক্ষা সামগ্রী বিতরন করেন।
সোমবার সকালে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর সোনামূখী মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে দুর্ণীতি দমন কমিশন( দুদক) কর্তৃক প্রদত্ব স্কুল ব্যাগ, খাতা কলম বিতরন করেন। এ সময় জেলা কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো: আক্তারুজ্জামান লিটু, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মো: সাহিদুল ইসলাম শাহীন।
পরে দুদক কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল এবং বেনাপোল কাষ্টম কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং কাষ্টম হাউজে স্থাপিত ল্যাব সেন্টার পরিদর্শন করেন।
উল্লেখ্য, দুর্ণীতি দমন কমিশন দেশব্যাপী প্রাইমারি এবং হাইস্কুল গুলোতে “সততা স্টোর” নামে প্রতিষ্ঠান চালু রেখেছে, নামমাত্র মুল্যে শিক্ষার্থীরা ঐ সকল ষ্টোর থেকে খাতা কলম পেন্সিল সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী সংগ্রহ করতে পারছে।
Please follow and like us: