ভিবিডি সাতক্ষীরার ব্যতিক্রমী আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শহর প্রতিনিধিঃ
সাতক্ষীরায় ব্যতিক্রমী আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে দেশের সর্ববৃহৎ
সেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা শাখা। সকাল ১০টা
থেকে শুরু হয় ফুল ও শুভেচ্ছা কার্ড বিতরণ। দেশের চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯)
মোকাবেলায় সম্মুখ সারির যে সকল নারী করোনাযুদ্ধে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন অনবরত সেবা
দিয়ে যাচ্ছে ভিবিডি সাতক্ষীরা তাদের কাজের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের হাতে তুলে
দেয় ধন্যবাদ বার্তা ও সাথে লাল গোলাপের শুভেচ্ছা। এসময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট,
চিকিৎসক, নার্স, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, পুলিশ, সাংবাদিকসহ যারা অক্লান্ত পরিশ্রম
এবং কর্মের বিনিময়ে আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে তাদেরকে ফুল এবং
শুভেচ্ছা কার্ড দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার
সভাপতি সুব্রত হালদার, সাধারণ সম্পাদক মো.হোসেন আলী, সহ-সভাপতি আফসানা মিমি,
কোষাধ্যক্ষ শেখ হাবিব, পাবলিক রিলেশন অফিসার মো. সাইমুন হাসনাত সাকিব। কমিটি
মেম্বর ইব্রাহিম খলিল, রাবেয়া খাতুন। জেনারেল মেম্বর সুভা হালদার,মোস্তাফিজুর রহমান প্রমুখ
উপস্থিত ছিলেন।