কালিগঞ্জে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধ করতে হবে বললেন ইউএনও
হাফিজুর রহমান শিমুলঃ
নারী দিবসের প্রেরণা থেকেই নারী আন্দোলন আজ বিকশিত হয়েছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের কাজ করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস পালনে “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম একথা বলেন। সোমবার( ৮ মার্চ) বেলা ০১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে নবযাত্রা প্রকল্প, ওয়াল্ড ভিষনের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, নবযাত্র প্রকল্পের ফিল্ড অফিসের ম্যানেজার আশিক বিল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন(দৈনিক পত্রদূত), সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন(দৈনিক অনির্বাণ), সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু( দৈনিক পুর্বাঞ্চল), সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল( দৈনিক যুগেরবার্তা ও দৈনিক ভোরের পাতা), তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু( দৈনিক কালেরকন্ঠ), নির্বাহী সদস্য মোদাচ্ছের হোসেন জান্টু( দৈনিক কাফেলা), নির্বাহী সদস্য গোলাম ফারুক( দৈনিক কালেরচিত্র), সদস্য ঈলাদেবী মল্লিক( দৈনিক অন্যদিগন্ত), নবযাত্রা প্রকল্পের সোস্যাল ইনক্লুশান স্পেশালিষ্ট মোক্তার হোসেন, সাংবাদিক আশেক মেহেদী( দৈনিক দৃষ্টিপাত), মহিবুল্লাহ(দৈনিক দক্ষিনের মশাল)। উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের মোরশেদুল আলম রিপন, ভাস্কর বৈষ্ণব, উৎপল মন্ডল ও অমিতাভ মন্ডল প্রমুখ। প্রদান অতিথি তার বক্তব্যে আরও বলেন নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আন্তর্জাতিক নারী দিবসের রয়েছে অবিস্মরণীয় ভুমিকা ও তাৎপর্য। উপজেলা এলাকায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে প্রশাসন যথাযথ ভুমিকা রাখবে। তবে সকলের আন্তরিক সহযোগীতা প্রয়োজন। এক্ষেত্রে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ, এনজিওকর্মীদের বিশেষ ভাবে এগিয়ে আসতে হবে। এছাড়াও গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন ২০১৫ সালে ২৩ শে মার্চ কালিগঞ্জ উপজেলা বাংলাদেশের মধ্যে প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসাবে আনুষ্ঠানিক ভাবে করা হয়। বর্তমান করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকায় গ্রাম অঞ্চলে বাল্য বিবাহের প্রবণতা বেড়েছে। বাল্যবিবাহ বন্ধে করণীয় হিসেবে প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটিগুলো সক্রিয় করতে হবে, পাশাপাশি উপজেলার দর্শনীয় স্থানে বাল্য বিবাহ বন্ধের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে বিলবোর্ড টানাতে হবে, এছাড়া বিবাহের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে কাজী, পুরোহিত ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে সভা, সেমিনার, উঠান বৈঠক,পথনাটক বিশেষ ভুমিকা রাখতে পারে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে আগামীতে করণীয় অ্যাকশন প্ল্যান্ট সহ বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় এ গোলটেবিল বৈঠকে।
Please follow and like us: