সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি:
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি ভূমিদস্যু কর্তৃক অবৈধ ভাবে জবর দখলের প্রতিকারের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে এ অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম টুকু।
লিখিত এক অভিযোগে তিনি বলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা মৌজার ডিএম-৭ এম,এ ৩নং খতিয়ানে মালিক হওয়ার স্বত্তে¡ও স্বাধীনতা বিরোধী ভ‚মিদস্যু অজিয়ার গং মুক্তিযোদ্ধাদের পৈত্রিক ১০.০৬ একর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে ভ‚য়া সেল সার্টিফিকেট তৈরি করে অবৈধভাবে জবর দখল করে রেখেছে। উক্ত জাল সেল সার্টিফিকেটের বিরুদ্দে মামলা করা হলে সকল রায় ডিক্রি মুক্তিযোদ্ধা পরিবারের অনুকুল থাকলেও ভ‚মিদস্যু অজিয়ার, কুদ্দুছ বাহিনী আদালতের রায় ডিক্রিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত সম্পত্তি জবর দখল করে রেখেছে।
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তাদের পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।