করোনার এক বছরে দেশে মৃত্যু-আক্রান্তের সংখ্যা যত দাঁড়ালো
নিউজ ডেস্কঃ
দেশে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে করতে কেটে গেল এক বছর। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ে। এই এক বছরের মাথায় দেশে ভাইরাসটি আক্রান্ত করেছে ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন মানুষকে, আর মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৬২ জনের।
রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো ৬০৬ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩ হাজার ৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বমোট ২১৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর ভাইরাসটি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে, পরিণত হয় বৈশ্বিক মহামারিতে। এ ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত ১১ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৯৩৪ জন মানুষ সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৫ লাখ ৯৯ হাজার ৯৮৪ জন। ভাইরাসটি এ তান্ডব এখনো চলমান।
বিশ্বজুড়ে প্রায় দেড় বছরের বেশি সময় দাপট দেখানোর পর বাংলাদেশে ক্রমশ নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনা। এরই মধ্যে দেশে নিরাপদ করোনা ভ্যাকসিনের আওতায় এসেছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৯ লাখ দুই হাজার ৯৪৮ জন।