শ্যামনগরে থানা পুলিশের ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন
আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকেঃ
বাংলাদেশ পুলিশ শ্যামনগর থানার আয়োজনে রোববার বিকাল ৩ টায় নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে
কেক কাটা, দোয়া ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর থানার সাব-ইনেপ্টের দীপ্তেশ রায়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি , উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন।
এসময় বক্তব্য রাখেন, সরকারি মহাসিন ডিগ্ৰী কলেজের সাবেক অধ্যক্ষ ওসমান গনি,সরকারি মহসীন ডিগ্ৰী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সীপাল আবুল হোসেন,
নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, এনজিএফ এর ব্যাবস্থাপনা পরিচালক লুৎফর রহমান, নকিপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী প্রমুখ। শ্যামনগর থানা পুলিশের আয়োজনে উক্ত অনুষ্ঠানে এ সময় বক্তারা ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগন সহ বাংলাদেশ পুলিশ শ্যামনগর থানার সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের এবং সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদ মসজিদে পেশ ইমাম মুফতী আলহাজ্ব মোঃ আব্দুল খালেক।