বাংলাদেশের ম্যাচ চলাকালীন একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত
স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দলের মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড উলভস। দুই দলের মধ্যকার প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ চলার সময় শোনা গেলো আতঙ্কিত এক খবর। মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সফরকারী দলের এক ক্রিকেটার।
শুক্রবার পূর্বনির্ধারিত সূচি অনযায়ী চট্টগ্রামে খেলতে নেমেছিল আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ ইমার্জিং দল। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান তোলে বাংলাদেশ। এরপরই ম্যাচ অফিসিয়ালরা খেলা স্থগিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, সফরকারী দলের একাদশের একজন পেসার করোনায় আক্রান্ত হয়েছেন। খেলা চলাকালীন সময়ে তার করোনা টেস্টের ফল পায় সংশ্লিষ্টরা।
আক্রান্ত পেসারের নাম রুহান প্রিটোরিয়াস। ম্যাচে তিনি ৪ ওভার বোলিংও করেছেন। ১৪ রান খরচায় নিয়েছেন ইয়াসির আলী রাব্বীর উইকেট। করোনা পজিটিভের খবর জানার পর এরই মধ্যে তাকে আলাদা করে রাখা হয়েছে।