আশাশুনিতে ৭ মার্চ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি ঐগিহাসিক ৭ মার্চ পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী ইউএনও মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। সভায় ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, স ম সেলিম রেজা মিলন, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, দীপঙ্কর সরকার দ্বীপ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় ঐতিহাসিক ৭ মার্চ পালনের লক্ষ্যে ৬ মার্চ রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রযোগিতা অনুষ্ঠান এবং ৭ মার্চ সকাল ১০.৩০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, ১১ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।