আশাশুনিতে নবাগত ইউএনওর মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও নাজমুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী ইউএনও মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা ইঞ্জিনিয়ার আক্তার হোসেন, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, আরডিও বিশ্বজিৎ ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, স ম সেলিম রেজা মিলন, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, দীপঙ্কর সরকার দ্বীপ প্রমূখ। সভায় নবাগত ইউএনও সরকারি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।