কেশবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর :
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ কালরাত্রি এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। আরো বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী প্রমুখ। সভায় ঐতিহাসিক ৭ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ কালরাত্রি এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।