সাতক্ষীরা জজ কোর্ট থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাতয়াতের পথ উন্মুক্তের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জজ কোর্ট থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাতয়াতের জন্য কালেকট্রট চত্বরের প্রাচীর ভেঙ্গে পথ উন্মুক্তের দাবীতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি ও জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার সকাল ১০টায় কালিগঞ্জ-যশোর মহাসড়কে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম এর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিম, যুগ্ম-আহবায়ক অধ্যাপক আব্দুল হামিদ ও অ্যাড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, যুব আইনজীবী সমিতির আহবায়ক এড. তামিম হোসেন সোহাগ, সাহেদুজ্জামান শাহেদ প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সেক্রেটারী অ্যাড. তোজাস্মেল হোসেন তোজাম।
মানববন্ধনে বক্তরা বলেন, আগামী ১৭ মার্চের মধ্যে প্রাচির অপসারন করে চলাচলের পথ উন্মুক্ত করা না হলে আদালত বর্জন ও ২২ মার্চ সাতক্ষীরাবাসীকে সঙ্গে নিয়ে প্রাচীর অপসারণ করে যাতযাতের রাস্তা উন্মুক্ত করা হবে ঘোষনা দেন।
মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিচার প্রার্থীরা, আইনজীবী ও আইনজীবী সহকারীরা, স্থানীয় জনগণ ও পথচারীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।