জেলা আইনজীবী সমিতির আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শীতের জীর্ণতা সরিয়ে, গাছে গাছে কচি পাতা আর তাতে মৃদু হাওয়ার বসন্তের সন্ধ্যায় নাচ,নাটক আর গানের সুরে সুরে মেতেছিল সাতক্ষীরা জেলার আইনজীবীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ কার্যকারী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এম.শাহ্ আলম এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ – শেখ মফিজুল ইসলাম।
উপস্থিত ছিলেন,চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম মোকলেছুর রহমান। সাতক্ষীরা জজ কোটের পিপি এ্যাডভোকেট আব্দুল লতিফ। অতিরিক্ত পিপি তামিম আহম্মেদ সোহাগ। এডভোকেট জিয়াউর রহমান। এ্যাডভোকেড সাহেদ।
অনুষ্ঠানে জেলা আইনজীবীরা ও তাদের পরিবারের সদস্যরা গান,নাচ,কবিতা আবৃত্তি,নাটক ছাড়াও জেলা ও দায়রা জজ – শেখ মফিজুল ইসলামের লেখা বিশেষ কবিতা “জীবনের গল্প”আবৃত্তি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট মোঃ মোজাম্মেল হোসেন তোজাম।