যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
আঃজলিল:
বৃহষ্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। এ অপরাধ সভার শুরুতেই জানুয়ারি/২০২১ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- শ্রেষ্ঠ ও চৌকস সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর। শ্রেষ্ঠ ও চৌকস অফিসার ইনচার্জ হয়েছেন, জনাব মোঃ বদরুল আলম খাঁন, অফিসার ইনচার্জ, শার্শা থানা, যশোর। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ তদন্ত কেন্দ্র/ক্যাম্প/ফাঁড়ী পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ রোকিবুজ্জামান, ইনচার্জ, চাঁচড়া পুলিশ ফাঁড়ী, কোতয়ালী মডেল থানা, যশোর। চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতি স্বরুপ এসআই(নিঃ)/ জনাব মোঃ শামীম হোসেন, জেলা গোয়েন্দা শাখা, যশোর। শ্রেষ্ঠ থানার এসআই হলেন এসআই(নিঃ)/ জনাব সেকেন্দার আবু জাফর, কোতয়ালী মডেল থানা, যশোর। শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারঃ এসআই(নিঃ)/ মোঃ হেলাল উজ্জামান, ঝিকরগাছা থানা, যশোর। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল ও নিস্পত্তিকারী অফিসার এসআই(নিঃ)/ মোঃ কামাল হোসেন, কোতয়ালী মডেল থানা, যশোর। থানার শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র)/ মোঃ পিকুল হোসেন, শার্শা থানা, যশোর।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন কর্মক্ষেত্রে কাজের গতিবৃদ্ধির জন্য আগামীতে পুরষ্কারের পরিমান আরো বৃদ্ধি করা হবে।
মাসিক অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন, জনাব রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই যশোর মহোদয়, জনাব মোঃ জাকির হোসেন, পুলিশ সুপার, সিআইডি, যশোর মহোদয়, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার, (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিঃ পুলিশ সুপার,‘ক’ সার্কেল, যশোর, জনাব জামাল আল নাসের, অতিঃ পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জনাব সোয়েব আহমেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই পুলিশ লাইন্স, আরওআই রিজার্ভ অফিস, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন ) সহ জেলা পুলিশের উদ্ধর্তন অফিসার ও ফোর্সগণ।
Please follow and like us: