চালতেতলায় জেলা ভুমিহীন সমিতির সভা
সাতক্ষীরার চালতেতলা মোড়ে জেলা ভূমিহীন সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪.০২.২০২১) সকাল ১০ টায় সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শুলীল পদ দাশ, ফাতেমা খাতুন, পৌলও সাহা প্রমুখ।
বক্তারা বলেন, মুজিববর্ষে সরকার গৃহহীনদের নির্মাণ করে দিচ্ছেন ঘর। ওই ঘরের মধ্যে কিছু কিছু ঘর যারা গৃহহীন না তারাও পাচ্ছে। এ কাজের যাথে যারা জড়িত তাদের স্বচ্ছতার সাথে তালিকা প্রস্তুত করা উচিত। তাহলে প্রকৃত গৃহহীনরা ওই তালিকা থেকে বাদ পড়বে না।
তারা আরও বলেন, বর্তমান সরকার খাদ্য বান্ধব সরকার। দেশে খাদ্যের সংকট না থাকলেও ব্যবসায়ীরা চাউলের দাম বৃদ্ধি করে সাধারণ জনগনকে হয়রানির মধ্যে ফেলেছে। ফলে সাতক্ষীরা পৌর অভ্যন্তরে জনগন টিসিবির পণ্য ক্রয়ের জন্য গভীর রাত থেকে লাইন দিচ্ছেন। তবে ওই পণ্য শত শত লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা না পেয়ে হতাশায় নিমিজ্জিত। এছাড়াও টিসিবির যে পণ্য চাউল ও আটা বিক্রি করছে ডিলাররা তা প্রয়োজনের তুলনায় কম। এই বরাদ্দ বাড়ানোর জন্য মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পৌর মেয়র সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ করেন তারা।