কলারোয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা: আহত এক,অভিযোগ দায়ের
জুলফিকার আলী:
কলারোয়া সরকারি জিএকএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এঘটনায় সোমবার দুপুরের দিকে কলারোয়া থানায় ৩জনের নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। আহত প্রধান শিক্ষক আব্দুর রব সাংবাদিকদের জানান-তিনি সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তার অফিস কক্ষের তালা খুলতেই অতর্কিত ভাবে সন্ত্রাসী আব্দুর রকিব, মনিরুজ্জামান ও মাহফুজা খাতুন তাকে কোন কারন ছাড়াই অফিস কক্ষের মধ্যে ধরে নিয়ে সেখানে তারা তাকে বলে কেন ডিজির কাছে অভিযোগ দেয়া হয়েছে এবং সে অভিযোগের কপি দেখতে চান তারা। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষের মধ্যে ফেলে কিল, ঘুষি ও পায়ের জুতা দিয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে আহত করে। এসময় তারা অফিস কক্ষের বিভিন্ন কাগজ পত্র ছিড়ে ফেলে ক্ষতিগ্রস্ত করে। পরে খবর পেয়ে কলারোয়া থানায় পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। ওই বিদ্যালয়ের অন্যান্যে শিক্ষকরা এগিয়ে এসে আহত প্রধান শিক্ষক শিক্ষক আব্দুর রবকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। আহত প্রধান শিক্ষক আব্দুর রব আরো জানান- আব্দুর রকিব তার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, মনিরুজ্জামান সহকারী শিক্ষক ও মাহফুজা খাতুন সহকারী শরীর চর্চা শিক্ষক। দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে তারা তিনজন প্রধান শিক্ষককে বিনা কারনে হয়রানী করে আসছে। সে কারনে প্রধান শিক্ষক ডিজির কাছে তাদের বিরুদ্ধে লিখিত ভাবে একটি অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের কথা জানতে পেরে তারা সোমবার বেলা সাড়ে ১০টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলার ঘটনা ঘটিয়েছে।
তিনি এসকল ঘটনার কথা উল্লেখ্য করে কলারোয়া থানায় ৩জনের নামে একটি অভিযোগ দিয়েছেন। এদিকে অভিযোগটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নাটকিও কায়দায় একটি কথিত সাংবাদ সম্মেলন করেন মনিরুজ্জামান বলে জানা গেছে। এবিষয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন বলেন,আহত প্রধান শিক্ষক আব্দুর রব এর পক্ষ থেকে তিনি একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে কলারোয়া থানার ডিউটি অফিসার ই¯্রাফিল হোসেন বলেন-জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষিকা মাহফুজা খাতুনের একটি অভিযোগ তার কাছে জমা দিয়েছেন।