দেবহাটায় বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা সহ নানা আয়োজনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ডেস্ক রিপোর্ট:
দেবহাটায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারী মহান শদীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ১৯৫২’র ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারমান আছাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে রবিবার সকালে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা ভাষা সৈনিক প্রয়াত লুৎফর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন করেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে দিবসটি ঘিরে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রয়াত ভাষা সৈনিক লুৎফর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন
সাতক্ষীরার অন্যতম বিদ্রোহী পুরুষ ভাষা সৈনিক প্রয়াত লুৎফর রহমান সরদারের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। রবিবার সকাল সাড়ে ১০টায় দেবহাটার ধোপাডাঙ্গা গ্রামস্থ ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের বাসভবন সংলগ্ন মাজারে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা ভাষা সৈনিক প্রয়াত লুৎফর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের সহধর্মিনী কারিমুননেছা, ছেলে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দেবহাটা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদীতে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি আব্দুর রউফ, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সুমন সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দেবহাটা উপজেলা যুবলীগের শ্রদ্ধা নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদীতে দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারন সম্পাদক বিজয় ঘোষের নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন। এসময় দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মঈনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, যুবলীগ নেতা নওয়াব আলী, দেবহাটা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন সিরাজ, সাধারণ সম্পাদক হালিম মোস্তফা, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মহব্বত আলী, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ, মহিউদ্দীন, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দেবহাটা উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবসের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবহাটা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদীতে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ বেদিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান, সাধারন সম্পাদক নাসির, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, সরকারি কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠু, সাধারন সম্পাদক মিজানুর রহমান, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লা কল্লোল সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেবহাটা থানা পুলিশের শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবসের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদীতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীসহ সকল পুলিশ সদস্যরা শ্রদ্ধার্ঘ অর্পন করেন