নবজীবন এর আয়োজনে ২১ ফেব্রুয়ারি ২০২১ উদ্যাপন
শহর প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে একুশের
প্রথম প্রহরে ১২.০১ মিনিটে নব জীবনের পক্ষ হতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর সকাল ৯.৩০ মিনিটে নব জীবন প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে নব জীবন পরিবারের পক্ষ হতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সকাল ১০.০০ টায় নব জীবন
এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব জীবন কার্য নির্বাহী কমিটির নির্বাহী সদস্য জনাব
আফরোজার রহমান খান চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভাষার জন্য যেভাবে আমাদের দেশের তরুনরা তাদের জীবনকে উৎসর্গ করেছেন, পৃথিবীর অন্য কোন জাতী তাদের ভাষার জন্য আত্মোস্বর্গ করেনি। তাই সকল স্তরে বাংলা ভাষার
সঠিক ব্যবহার ও সংস্কৃতি চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর নবজীবন ইনষ্টিটিউট কর্তৃক
আয়োজিত শিক্ষার্থীদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবন কার্য নির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম খান,
নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর মোঃ ফকরউদ্দীন আলী আহমেদ, নবজীবন ইনষ্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এবং মনিটরিং অফিসার পল্লব মুজমদার। সবশেষে দোয়া অনুষ্ঠানের
মাধ্যমে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নবজীবন ইনষ্টিটিউটের সহকারী শিক্ষক কাজী মফিজুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবজীবন ইনষ্টিটিউটের সহকারী শিক্ষক শেখ মফিজুর রহমান।