আশাশুনিতে সাংবাদিককে জীবননাশের হুমকি
জি এম মুজিবুর রহমানঃ
সংবাদ প্রকাশ ও ফেসবুকে সংবাদ সংক্রান্ত পোস্টে কমেন্ট করায় আশাশুনির এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যা ০৬.৩৪ মিঃ ০১৭১৭৭৭১৪৫৯ নাম্বর মোবাইল থেকে তাকে হুমকী দেওয়া হয়।
সাপ্তাহিক জনতার মিছিল, দৈনিক দক্ষিণের মশাল ও দৈনিক স্পন্দন পত্রিকার আশাশুনি প্রতিনিধি এবং আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক বি এম আলাউদ্দীনকে হুমকি প্রদান করা হয়েছে। গত ২০১৮ সালের ৮ ই ডিসেম্বর দৈনিক দৃষ্টিপাত, কালের চিত্র, আজকের সাতক্ষীরা, যুগের বার্তা, সাতনদী, দৈনিক কাফেলা পত্রিকায় “আশাশুনিতে সুদের চক্রবৃদ্ধির চক্রে নিঃস্ব হয়েছে কয়েকটি সংখ্যালঘু পরিবার” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ২০১৯ সালে ৪ জানুয়ারি, ২৪ জানুয়ারি, ৫
ফেব্রুয়ারি, ৭ ই ফেব্রুয়ারি আবার তাদের বিরুদ্ধে নিউজ প্রকাশিত হয়। সেই থেকে সাংবাদিকদের ওপর বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল তারা। সবশেষ বুধবার সাংবাদিক বিএম আলাউদ্দীনের মোবাইল ফোনে কল করে
অশ্লীল ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দেওয়া হয়।
বিষয়টি থানাকে অবহিত করে হুমকিদ্বাতা ধান্যহাটি
গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সাংবাদিক আলাউদ্দিন জানান।