সাতক্ষীরায় ঢেউ টিন ও অনুদানের চেক পেল ১৯৯টি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ১৯৯টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউ টিন ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত এই টিন ও অনুদানের অর্থ
বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এই টিন ও চেক বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর
ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. ইয়ারুল হক প্রমূখ।
অনুষ্ঠানে ১৯৯টি ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ২০০ বান ঢেউটিন ও প্রত্যেককে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।