আশাশুনিতে মোবাইলে ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর মাধ্যমে প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কার্যক্রমরে উদ্বোধন করা হয়।
সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি সদস্য শাহিনুর আলম, পারুল আক্তারসহ নগদ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে কাদাকাটি ইউনিয়ন পরিষদে কার্যক্রমের উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান দীপক চন্দ্র সরকার দীপ। অনুষ্ঠানে ইউনিয়ন সমাজকর্মী মৃনাল কান্তি স্বর্ণকার, সচিব মঞ্জুরুল ইসলাম ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়নে ৬৯৯ জনকে বয়স্ক ভাতা, ৪০১ জনকে প্রতিবন্ধী ভাতা ও ৩৯৮ জনকে বিধবা ভাতা প্রদানের জন্য একাউন্ট খোলা হয়।