তিনদফা দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং ইনষ্টিটিউট
নিজস্ব প্রতিনিধিঃ
তিনদফা দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষার্থী ও নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের নির্দেশনায় ও সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে শনিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে তারা এ মানববন্ধন ও
বিক্ষোভ সমাবেশ করেন।
ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন সাতক্ষীরার সভাপতি হালিমা খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল আওয়াল বকুলের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র সিনিয়র ষ্টাফ নার্স সেলিনা খাতুন,
সংগঠনটির যুগ্ম সম্পাদক আঁখি আক্তার, রুমানা খাতুন, মারিয়া বাসার, ফারিয়া আক্তার, শামীমা খাতুন প্রমুখ।
বক্তারা এ সময়, কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলিজ কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স সিদ্ধান্ত বাতিল, ডিপ্লোমা ইন মিড ওয়াইনফরী সমমান দেওয়ার ষড়যন্ত্র ও ৫ ফেব্রæয়ারী
বাংলাদেশ নার্সিং ও ওয়াইনফরী কাউন্সিলের অধিনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রেহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্ব নেওয়ার জোর দাবি জানান।