বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ
রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ
রবি প্রতিবন্ধী স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ ফেব্রæয়ারি) বেলা ১১টায় স্কুল ভবনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র গভর্ণর এইড এনছান বাহার বুলবুল।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র
ক্লাব সভাপতি এ.কে.এম আনিছুর রহমান, শীতবস্ত্র বিতরণ কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি মাগফুর
রহমান, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি
প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, সহকারি শিক্ষক মো. হাবিবুল্লাহ, মো.
আসাদুজ্জামান আসাদ, রোটার্যাক্ট সহ-সভাপতি মো. মাসুদ পারভেজ, ট্রেজারার আল-আমিনুর রহমান, সদস্য শেখ মেহেদী হাসান প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের ৬০ জন শিক্ষার্থী ও স্কুল ভ্যান চালকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।