আনুলিয়ায় ক্রিসেন্টের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি:

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ক্রিসেন্ট সংস্থার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় ৪নং ওয়ার্ডে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এ কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত হয়।

জাগোনারী, কোডেক ও দাতা সংস্থা অক্সফ্যাম এর সহযোগিতায় বাস্তবায়নকারী সংস্থা ক্রিসেন্ট এর আয়োজনে মিটিং-এ সভাপতিত্ব করেন, পিআইসি কমিটির সভাপতি ৪নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ আকলিমা খানম। ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের জন্য জীবন জীবিকায়ন পুনরুদ্ধার সহায়তা কার্যক্রমের আওতায় আয়োজিত সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং উপকারভোগী নির্বাচনের কৌশল বর্ননা করেন, প্রকল্প ব্যবস্থাপক অনিমেষ পাল। সবশেষে উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে প্রাথমিক উপকারভোগীর তালিকা প্রস্তুত করা হয়। সভায় প্রকল্পে ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আল-ইমরান, মোঃ ইয়াকুব আলী ও শেখ জাকিউর রহমান জ্যাকি প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প ব্যবস্থাপক অনিমেষ পাল। প্রজেক্টের আওতায় আনুলিয়া ও বড়দল ইউনিয়নে আম্ফানে ক্ষতিগ্রস্থ ৭৩৬টি পরিবারকে ৫০০০ টাকা করে সহায়তা প্রদান করা হবে।

 

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)