আনুলিয়ায় ভিজিডি কার্ডধারীদের সঞ্চয় ফেরত প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরত প্রদান করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় এ টাকা প্রদান করা হয়।
আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারে টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নে ৩৩৩ জন অসহায় মহিলাকে সরকার প্রতি মাসে ৩০ কেজি করে চাউল বিনামূল্যে বিতরণ করেন। বিগত দু’ বছরে ২৪ মাসে তাদেরকে চাউল প্রদান করা হয়। এসময় প্রতিমাসে প্রত্যেকের নিকট থেকে ২০০ টাকা করে স য় জমা নেওয়া হয়। এনজিও মুক্তি সংস্থা স য়ের টাকা আদায় করে কার্ডধারীদের স্ব-স্ব নামের একাউন্টে ব্যাংক এশিয়ায় জমা রাখেন। সহায়তা প্রদানের মেয়াদ শেষে তাদেরকে স য়ের টাকা ফেরত দেওয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যেক কার্ডধারীকে তাদের সি ত ৪৮০০ টাকা করে ব্যাংক একাউন্ট হতে উত্তোলন পূর্বক ফেরৎ প্রদান করা হয়। স য় ফেরৎ প্রদান কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। এ সময় ব্যাংক এশিয়ার প্রতিনিধি আনোয়ার হোসেন, মুক্তি সংস্থার সংগঠক ফজলুর রহমান, ইউপি সচিব, গ্রাম পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।