আশাশুনিতে করোনা ভাইরাস টিকা প্রদান উদ্বোধন
আশাশুনি প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় আশাশুনিতে করোনা ভাইরাস ভ্যাকসিন এর প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী দিনে ২৬ জন টিকা গ্রহণ করেছেন।
রবিবার (৭ ফেব্রুয়ারি) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স
টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় সকাল ৯ টায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আমেনা খাতুন সর্বপ্রথম টিকা গ্রহণ করেন। অনলাইনে নিবন্ধিত ১০৯ জনকে টিকা দানের জন্য কেন্দ্র প্রস্তুত রাখা হলেও সকলকে পাওয়া যায়নি। মাত্র ২৬ জন কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করেন। যার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও উপজেলা
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। টিকা দান করেন, ইপিআই টেকনেশিয়ান দিলীপ কুমার ঘোষ ও কল্পনা রানী মন্ডল।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, দেশের উচ্চ পদস্থ কর্মকর্তা, মন্ত্রী, জন প্রতিনিধি, ডিসি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসকসহ সরকারি নিয়ম মেনে অন লাইনে রেজিস্ট্রেশন করা মানুষ টিকা গ্রহন করছেন। টিকা নিয়ে গুজব ও অহেতুক কথায় কান না দিয়ে নিজের ও সকলের স্বার্থে টিকা গ্রহন করা উচিৎ। তারা দ্রুত সকলকে রেজিস্ট্রেশন করে করোনা
মহামারী থেকে বাঁচতে টিকা গ্রহনের আহবান জানান।