দেবহাটায় ইউপি নির্বাচনেও নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে- রুহুল হক, এমপি
দেবহাটা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, গেল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং মুল্যবান ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রাথীকে বিজয়ী করেছেন, ঠিক তেমনিভাবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকের প্রার্থীদের বিজয়ী করতে হবে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারনে আজ শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। শতভাগ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতার সুবিধা মানুষ পাচ্ছেন। চিকিৎসা, শিক্ষা, কৃষিসহ সকল খাতে বৈপ্লবিক পরিবর্তন ও উন্নয়ন সাধিত হয়েছে। এগারো লাখ ভিনদেশী রহিঙ্গাকে পুনর্বাসনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, বিরোধী দলের ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ আজ পদ্মা বহুমুখী সেতু নির্মান করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। সাতক্ষীরাতে মেডিকেল কলেজ স্থাপন, বাইপাস সড়ক নির্মানসহ অভুতপূর্ব উন্নয়ন করেছে বর্তমান সরকার। আগামীতে সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় স্থাপন, নাভারণ থেকে সুন্দরবন পর্যন্ত রেল লাইন স্থাপনেও সরকার উদ্যোগী। এছাড়া দেবহাটাসহ অন্যান্য উপজেলায় সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপন করা হবে। বর্তমানে সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের বিষয়েও জননেত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে প্রস্তাবনা দেয়া হচ্ছে। তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ তথা স্বাধীনতার সপক্ষের সারথী হয়ে নৌকার প্রাথীদের বিজয়ী করতেও আহ্বান জানান এমপি রুহুল হক।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলার ঘটনার আসামীদের কারাদন্ড দেয়ায় রবিবার বিকাল ৪টায় সখিপুর মোড়ে দেবহাটা উপজেলা যুবলীগ আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে আ.ফ.ম রুহুল হক এমপি সকলের প্রতি আহ্বান জানিয়ে এসব কথা বলেন।
উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রস্তাবিত কমিটির সহ সভাপতি শেখ আব্দুর রউফ, শরৎচন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। এসময় আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির অপর সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, অহিদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, কুলিয়ার চেয়ারম্যান প্রার্থী বাবু প্রাননাথ দাশ, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, কৃষক লীগের আহ্বায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব হুমায়ুন কবির হীম, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এইচ সোহাগ হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল আলিম, তাজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোমিনুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।