দেবহাটায় হাসপাতাল সুষ্ঠ ব্যবস্থাপনা কমিটির সভা
Post Views:
৫৩০
মোমিনুর রহমানঃ
দেবহাটায় হাসপাতাল সুষ্ঠ ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটায় হাসপাতাল সুষ্ঠ ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যপক ডাঃ আফম রুহুল হক এমপি’র সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রস্তবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, উপজেলা জাতীয় পাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস আই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিৎ কুমার রায়, স্বাস্থ্য কমপ্লেক্স’র আরএমও বিপ্লব মন্ডল, উপজেলা সমাজ সেবা অফিসার অধির কুমার গাইন। এসময় উপস্তিত ছিলেন, ডাঃ আবু হুসাইন, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান খোকন, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দীন খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিজয় ঘোষ, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবির হীম প্রমুখ। সভায় উপজেলা কমিনিটি ক্লিনিক গুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে বিশেষ বরাদ্দ, সিজারিয়ান রুগীর চিকিৎসা সেবার মান উন্নয়নে এ্যানাসথেসিয়া ডাক্তার সহ শুন্য পদে বিভিন্ন বিষয়ের চিকিৎসক বৃদ্ধি, সর্বপরি দেবহাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসার মান উন্নয়ন এবং করনা ভ্যাকসিন প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।