ব্যবসায়ী আনোয়ারকে হত্যার পর মাটিচাপা দেয় রোহিঙ্গা কর্মচারী
নিউজ ডেস্কঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ব্যবসায়ী আনোয়ার হোসেন নিখোঁজ হন গত বছরের ৩০ ডিসেম্বর। নিখোঁজের এক মাস পর শুক্রবার রাত দেড়টায় তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। লোহাগাড়ার দরবেশহাট সওদাগরপাড়ার খামারবাড়িতে তাকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেয় খামারের রোহিঙ্গা কর্মচারী।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রাশেদ জানান, এ ঘটনায় এক রোহিঙ্গা যুবককে আটক করার পর তার দেয়া তথ্যমতে খামার বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের আহমদ সওদাগরের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। তার গরুর খামার রয়েছে।
জানা গেছে, খামার বাড়িতে গরু দেখভাল করত দুই রোহিঙ্গা যুবক। নিখোঁজের কিছুদিন আগে কর্মচারীদের সঙ্গে আনোয়ারের ঝগড়া হয়। সেই ক্ষোভ থেকে আনোয়ারকে হত্যা করেছে বলে ধারণা করছেন স্বজনরা। এ হত্যাকাণ্ডে দুই রোহিঙ্গা যুবককে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে আনোয়ারকে হত্যার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যে শুক্রবার মধ্যরাতে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্যবসায়ী আনোয়ারের পরিবার বলেছিল, কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে। নিখেঁজের কয়েক দিনের মাথায় অজ্ঞাত নম্বর থেকে কল করে ১০ লাখ টাকা চাঁদাও দাবি করেছিল। পরে পুলিশ তদন্ত করে বুঝতে পারে টাকা চাওয়ার বিষয়টি স্রেফ প্রতারণা। ওই ঘটনায় আনোয়ার হোসেনের ছোট ভাই মো. সেলিম লোহাগাড়া থানায় জিডি করেছিলেন।