আবারও বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
ডেস্ক নিউজ:
সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার বেলা পৌনে ১২ টায় এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। আলোচনার ভিত্তিতে আবারো দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এ ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হেয়ছে।
উল্লেখ্য, দেশের করোনাভাইরাসের প্রার্দুভাব শুরু ২০২০ সালের ৮ মার্চ। এরপর করোনার বিস্তার মোকাবিলায় ওই মাসের ১৭ মার্চ থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরই মধ্যে কয়েক ধাপ ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি পর্যন্ত করোনার কারণে চলমান ছুটি বেড়েছিল। সেই ছুটি এখন ফেব্রুয়ারির মধ্যবর্তী সময় পর্যন্ত বাড়লো।