আজ বিকেলে প্রথম ভ্যাকসিন নেবেন নার্স রুনু
ডেস্ক নিউজ:
আজ বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনে ২৫ জনকে করোনার টিকা দেয়া হবে।
ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু বেরোনিকা কস্তাকে সর্বপ্রথম টিকা দেয়া হবে। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। এছাড়া চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেবেনে মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন।
এ অনুষ্ঠান থেকেই টিকাদান ব্যবস্থাপনার ‘সুরক্ষা’ প্ল্যাটফর্মের মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চালু হবে। যারা টিকা নিতে চান, তাদের সবাইকেই অনলাইনে নিবন্ধন করতে হবে।
এরপর বৃহস্পতিবার থেকে ঢাকার পাঁচটি হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেয়ার প্রস্তুতি চলছে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
রাজধানীর পাঁচ হাসপাতালে করোনার টিকা দেয়া হবে। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতাল।