কলারোয়া পৌর নির্বাচন প্রার্থীদের সাথে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময়
কামরুল হাসানঃ
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় কলারোয়া পৌরসভা
নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন।
আজ মঙ্গলবার কলারোয়া থানা চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে তিনি পৌর নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতকরণের আশ্বাস দেন।
নির্বাচন চলাকালীন বিশৃঙ্খলা ঘটাতে পারে, এমন কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান। অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন সকল প্রার্থীর কথা মনোযোগ সহকারে শোনেন ও নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে
প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রার্থীগণকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালন করার তাগিদ দেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, আওয়ামী
লীগ মনোনীত নৌকার প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ শরীফুজজামান তুহিন এবং স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের সাজেদুর রহমান খান চৌধুরী মজনু,
স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের নার্গিস সুলতানাসহ সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর প্রার্থীবৃন্দ।