বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২০ লাখ
ডেস্ক নিউজঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে এ পর্যন্ত মৃত্যু প্রায় সাড়ে ২০ লাখে পৌঁছেছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য বলছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ৮ হাজার ৭৮৮ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৪৯ হাজার ৩১১ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৭৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৬২০ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ৬৪৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৫৯৩ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ১২ হাজার ২৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১০ হাজার ৩২৮ জন।
Please follow and like us: