সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রেস বিজ্ঞপ্তিঃ
সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির কার্যালয় মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী পুনঃবাসন কল্যাণ সমিতির মহাসচিব ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির ভাইস
চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ, প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী চাদনী খাতুন, সাধারণ সম্পাদিকা নাজমা খাতুন, সাংগঠনিক সম্পাদক রেহেনা পারভীন, নুরজাহান খাতুন, ছকিনা
খাতুন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা বলেন প্রতিবন্ধীদের ৯ দফা দাবী বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট ৯দফা দাবী প্রেরণ করা হয় কিন্তু আজও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দাবী বাস্তবায়নের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
বক্তরা আরো বলেন সদর হাসপাতালের নার্স হোসনেয়ারা খাতুন কে অপসরণসহ ৯দফা দাবী বাস্তবায়ন না হলে আগামী কয়েকদিনের মধ্যে
কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে ২৩৫জন প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলায় প্রতিবন্ধীদের সংখ্যা অনেক বেশি। বিভিন্ন দপ্তর থেকে শীতবস্ত্র কম্বল দিলেও এখনও অনেক প্রতিবন্ধী কম্বল পায়নি। সে কারণে জেলার বিত্তবানদের কাছে আরো কিছু কম্বল পেলে প্রতিবন্ধীরা উপকৃত হবে।