কালিগঞ্জের নলতায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, মৃত-১ আহত-৩
নিজস্ব প্রতিবেদকঃ
মসজিদ কমিটির দু’ গ্র“পের সংঘর্ষে এক জনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে।
আজ শুক্রবার দুপুর দু’টোর দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের
দক্ষিণ কাশিবাটী জামে মসজিদের সামনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর দক্ষিণ কাশিবাটী জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান এর দুই গ্র“পের মধ্যে
পূর্ব বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে। এ সময় পাইকাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম (৬৫) পড়ে যেয়ে মারা যান।
এছাড়াও শাহাজান আলী (৫৫), রুস্তুম আলী (৫০) ও আবু সাইদ নামের ৩জন আহত হয়। অঅহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে ভর্তি করা হয়।
তবে মৃতের ছেলে ও ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, মারপিটের সময় তার বাবা মাটিতে পড়ে যেয়ে হৃদরোগে মারা গেছেন।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, দেবহাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার ইয়াছিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও যেহেতু মারপিটের সময় একটি মৃত্যুর ঘটনা ঘটেছে সে
কারণে পরিবারের পক্ষ থেকে কোন মামলা না করার কথা বলা হলেও শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।