সাতক্ষীরার ঝাউডাঙায় পৌষ মেলার দ্বিতীয় দিনে পদাবলী কীর্তণ ও ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠিত
রঘুনাথ খাঁঃ
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা শ্মশান কালী মন্দিরে তিন দিনব্যাপি পৌষ মেলার দ্বিতীয় দিনে আজ শুক্রবার সন্ধ্যায় পদাবলী কীর্তণ শেষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পদাবলী কীর্তণ পরিবেশন করেন কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের সুলতা মলি-ক স¤প্রদায়।
এ সময় স্থানীয় হিন্দু স¤প্রদায়ের নারী ও পুরুষের করোনা পরিস্থিতি মেনে কীর্তণ শ্রবন করেন।
কীর্তণ শেষে ঝাউডাঙা মন্দির কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ঠ ব্যবসায়ি চিত্তরঞ্জন ঘোষ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। অন্যদেরজ মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠণিক সম্পাদক মনিরুল হক মাসুম, হাসান মাহমুদ রানা, ঝাউডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, যুবলীগ নেতা সোহরাব হোসেন সাজু প্রমুখ।
বক্তারা বাঙালী সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে অসা¤প্রদায়িক চেতনার উৎসব পৌষ মেলার গুরুত্ব তুলে ধরেন। এ পরম্পরাকে যুগ যুগ ধরে বয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আয়োজক কমিটির কাছে
আহবান জানান।
সবশেষে হামিদুর রহমানের ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মকাণ্ডের সমাপ্তি ঘটে।