সাতক্ষীরার কালিগঞ্জ থেকে স্বর্ণ ও একটি প্রাইভেটকারসহ দুই চোরাকারবারী আটক
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ১ কেজি ১১০ গ্রাম স্বর্ণ ও একটি প্রাইভেটকারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। যার বাজার ৬০ লাখ টাকা। বুধবার রাতে কালিগঞ্জ উপজেলার নলতা-চৌমুহনী হিজলার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃত চোরাকারবারিরা হলেন, ঢাকার গোয়ালনগর রায়সাহেব বাজার এলাকার
হরিপদ ঘোষের ছেলে সুব্রত ঘোষ ও মুন্সিগঞ্জের বাগড়া শ্রনিগর এলাকার হরিদাসের
ছেলে তপু দাস।
পুলিশ জানায়, ভারতে পাচারের জন্য স্বর্ণেন একটি বড় চালান কালিগঞ্জ সীমান্ত এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঊপজেলার নলতা-চৌমুহনী হিজলার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি প্রাইভেট কারসহ দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই প্রাইভেটকারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ১২০ গ্রাম।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করের জানান, আটককৃত স্বর্ন চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।