সাতক্ষীরায় বিরোধী পূর্ণ জমি দখলের সময় উভয়পক্ষের সংঘর্ষে আহত-২
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় ১৪৫ ধারা উপেক্ষা করে বিরোধী পূর্ণ জমি জবর দখলের সময় উভয়পক্ষের সংঘর্ষে আপন দুই ভাই আহত হয়েছে।
আজ সোমবার সাতক্ষীরা সদরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, তালতলা গ্রামের নূর ইসলামের পুত্র জহিরুল ইসলাম ও মৃত. আদম আলীর পুত্র শফিউল ইসলাম।
স্থানীয়রা জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে মৃত. আদম আলীর পুত্র নূর ইসলাম ও তার ভাই শফিউল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালত সেখানে ১৪৫ ধারা জারি করেন। কিন্তু আদালতের সে নির্দেশ আমান্য করে শফিউল রাতে উক্ত সম্পত্তিতে থাকা টিনের বেড়া ভাঙ্গচুর ও ঘরে আগুন জ¦ালিয়ে দেয়। পরে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান ও ওসি তদন্ত বোরহান ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে
স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দিলেও সোমবার উক্ত সম্পত্তিতে শফিউল ইসলাম কাজ শুরু করলে জহিরুল বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শফিউল ইসলাম ও তার জামাতা শফিকুলসহ কয়েকজন জহিরুলকে মারপিট করে গুরুতর আহত করে।
এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে জহিরুল ও শফিউল ইসলাম গুরুতর আহত হন।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দীন জানান, থানার নির্দেশনা উপেক্ষা করে আজ তারা উভয় পক্ষের ভিতরে মারমারির ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরো জানান।