কলারোয়া পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
নিজস্ব প্রতিনিধিঃ
তৃতীয় ধাপের সাতক্ষীরা কলারোয়া পৌরসভা নির্বাচনে আজ রোববার মনোয়ন প্রত্যাহারের শেষ দিনে একজন কাউন্সিলর প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম কাজী তার মনোনয়ন প্রত্যাহার করেন। কলারোয়া নির্বাচন অফিস সূত্রে বিকালে এ তথ্য জানানো হয়।
নির্বাচনে মেয়র পদে মোট ৫ জন প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান বুলবুল, বিএনপি মনোনীত
ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন, শেখ শরিফুজ্জামান তুহিন।
এছাড়া এস্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আক্তারুল ইসলাম, তার সহধর্মিনী নাসরিন সুলতানা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর
রহমান খান চৌধুরী মজনু।
কলারোয় উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১১ জানুয়ারি) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের
প্রতিক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্যঃ কলারোয়া পৌরসভায় ২১ হাজার ২’শ ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২’শ ৮৫ জন ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ৯’শ ৯৬ জন। এবারের এ নির্বাচনে ৯টি কেন্দ্রে ৬৩টি কক্ষে
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।