করোনার হাত থেকে রক্ষা ও প্রতিরোধে মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের মহামারির হাত থেকে রক্ষা ও প্রতিরোধে আশাশুনিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, পিআইও সোহাগ খান,
মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার, তথ্য সেবা কর্মকর্তা রিপা শাহরিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সোপান পরিচালক সেকেন্দার আলি, এনজিও ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চায়ের দোকান, হাটবাজার, যানবাহনসহ বিভিন্ন গণসমাবেশে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, স্বাস্থ্য বিধি মেনে চলা, একত্রিত হয়েস্মার্ট ফোনে লুডু খেলাসহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবং ২য় পর্যায়ে করোনা ভাইরাসের আক্রমন হতে সকলকে প্রতিরোধে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।