ভারত-সিঙ্গাপুর থেকে আড়াই লাখ টন চাল আমদানি করবে সরকার
নিউজ ডেস্কঃ
চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে আড়াই লাখ টন চাল আমদানি করছে সরকার। ভারত ও সিঙ্গাপুর থেকে এ চাল আমদানি করবে খাদ্য অধিদফতর।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সিঙ্গাপুর থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল।
তিনি বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ১৭১ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে ভারতের ইটিসি এগ্রো প্রসেসিং থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কিনবে খাদ্য অধিদফতর। সিঙ্গাপুরের এগ্রোকপ ইন্টারন্যাশনাল থেকে ১৭৩ কোটি ১১ লাখ ৭ হাজার ২০০ টাকা ব্যয়ে সমপরিমাণ চাল কেনা হবে।
এছাড়া জিটুজি ভিত্তিতে ভারতের ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া-এনএএফইডি থেকে প্রায় ৫২২ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন সিদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হবে।