আপিল শুনানিতে বৈধতা পেলো কলারোয়ার শেখ জামিল হোসেনের মনোনয়ন পত্র
কলারোয়া প্রতিনিধিঃ
কলারোয়া পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়ন পত্র আপিল শুনানির পর বৈধতা পেলেন কাউন্সিলর প্রার্থী শেখ জামিল হোসেন।
আজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র বাতিলের বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নিকট আপিল শুনানির পর দেওয়া রায়ে মনোনয়ন পত্রের বৈধতা পেয়েছেন বলে জানা গেছে। কলারোয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র বাতিল হওয়া ৫নং ওয়ার্ড ঝিকরার কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর শেখ জামিল হোসেন ওই মনোনয়ন পত্রের বৈধতা পেলেন।
এ বিষয়ে শেখ জামিল হোসেন জানান, ‘গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করা হলে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শুনানি শেষে আপিলের রায়ে তার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। ফলে তিনি বৈধ প্রার্থী হিসেবে পৌরসভার ঝিকরা ৫নং ওয়ার্ড এর কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
ঋণ খেলাপির কারণ দেখিয়ে শেখ জামিল হোসেনের মনোনয়ন পত্র সাময়িক বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। পরে ঋণ পরিশোধসহ যুক্তিসঙ্গত কাগজপত্র জমা দেওয়া ও শুনানী শেষে তার মনোনয়ন পত্র বৈধতা পেয়েছে।
উল্লেখ্য, ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া কলারোয়া পৌরসভার তুলসিডাঙ্গা ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ শফিউল আলমের মনোনয়ন পত্র বৈধতা পায় গত ৬ জানুয়ারি বুধবার। এনিয়ে রিটার্নিং অফিসার কর্তৃক অবৈধ ঘোষণা করা মনোনয়ন পত্রের আফিল শুনানির পর বৈধতা পেলেন দুই কাউন্সিলর প্রার্থী।
Please follow and like us: