টেকনাফে রোহিঙ্গা ডাকাত দলের গুলিতে যুবক আহত
ডেস্ক নিউজ:
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদলের গুলিতে নুর কামাল নামে একজন আহত হয়েছেন।
আহত কামাল উপজেলার হ্নীলা ইউপির নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের ৯৫৩/১ শেডের বাসিন্দা নুর আলমের ছেলে। মঙ্গলবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লক এলাকায় রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের সদস্যরা অতর্কিত নুর কামালের পায়ে গুলি করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে চলে যায়। স্থানীয়রা গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নুর কামালকে উদ্ধার করে মোচনী আইপিডি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠান।
রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড় থাকায় সেটিকে পুতিয়া গ্রুপের সদস্যরা আস্তানা হিসেবে ব্যবহার করছেন।
১৬ এপিবিএনের অধিনায়ক বলেন, গুলিবিদ্ধ রোহিঙ্গা নাগরিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ক্যাম্পে পুলিশ সদস্যদের টহল বাড়ানো হয়েছে।